এনপিনিউজ৭১/ স্টাফ রিপোর্টার/২১ ডিসেম্বর ২০১৯
রংপুর মহানগরীর এনজিও ফোরাম মিলনায়তনে শনিবার উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা ব্যবস্থাপনার বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।
ভিএসও বাংলাদেশ এর সহযোগিতায় এমজেএসকেএস কর্তৃক বাস্তবায়িত প্রান্তিক যুবদের কারিগরি দক্ষতার উন্নয়নের মাধ্যমে গ্রামীন যুবদের কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আয়োজনে দুই দিনব্যাপি প্রশিক্ষণটি পরিচালনা করেন ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার এবং বিজনেজ ডেভেলপমন্টে এ্যাডভাইজার কলিন কুপার, ন্যাশনাল ভলান্টিয়ার এবং এ্যাসিসটেন্ট বিজনেজ ডেভেলপমন্টে এ্যাডভাইজার শামিমা আক্তার ইলা, এমজেএস কেএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. ইলিয়াছ আলী এবং এস এম মাসুদুর রহমান।
কর্মশালায় সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় কারিগরি দক্ষতা অর্জন পরবর্তি ব্যবসায় সম্পৃক্ত হয়ে উপার্জন করছে এমন যুব উদ্যোক্তাগন অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষনার্থীগন যাতে করে নিজস্ব ব্যবসার পরিকল্পনার করতে পারে, ব্যবসার ঝুঁকি এবং ব্যবসায় বিনিয়োগের খাত সমূহ চিহ্নিত করতে পারে, ব্যবসার আয়-ব্যায় হিসাব সঠিক নিয়মে করতে পারার দক্ষতা অর্জন বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়।
এনপি৭১/মেহি