নিজেস্ব প্রতিবেদক , রংপুর ১৫ জুলাই
জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অসহায় পথ শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে।
বুধবার দুপুরে রংপুর নগরীর দর্শনা মোড়স্থ পল্লী নিবাসের লিচু বাগানে তার সমাধি কমপ্লেক্সসে রংপুর মহানগর জাতীয় ছাত্রসমাজের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
খাবার বিতরণ অনুষ্টানটি সভাপতিত্ব করেন মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ ও সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছোট।
এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, জেলার যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, মহাগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, সাধারণ সম্পাদক শান্তি কাদেরী প্রমুখ।
রংপুর জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।