নিজস্ব প্রতিবেদক-
রংপুর নগরীতে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে এসএসসি-৯৯ ব্যাক টু স্কুল। রোববার (১০ জানুয়ারি) বিকেলে নগরীর মাহিগঞ্জ এলাকার শীতার্ত মানুষদের মধ্যে ব্যাক টু স্কুলের সদস্যরা কম্বল তুলে দেন।
এসএসসি-৯৯ ব্যাচের রংপুর বিভাগের বন্ধুদের সহযোগিতায় আয়োজিত কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- ঢাকা থেকে আগত ব্যাক টু স্কুলের রাজেন, সজীব, রংপুরের মীম, ওবায়দুল্লাহ ও অরবিন্দ ঘোষ। এসময় ৯৯ ব্যাচের বন্ধুদের নিজ নিজ এলাকায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে রংপুর, কুড়িগ্রাম, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করছে এসএসসি-৯৯ ব্যাচ। ১৯৯৯ সালে এসএসসি পাশ করা বাংলাদেশের সকল বন্ধুদের নিয়ে গঠিত সংগঠন এসএসসি’৯৯ ব্যাক টু স্কুলের উদ্যোগে সারাদেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এসব বিতরণ করা হয়।