নিজেস্ব প্রতিবেদক/ রংপুর ১ জুন
রংপুরে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন আরও নয়জন। এদের মধ্যে পুলিশ ও আনসার সদস্যসহ দু’জন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।
সোমবার (১ জুন) দুপুরে রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ওই নয়জনকে ছাড়পত্রসহ ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়।
এনিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী এসব তথ্য নিশ্চিত করেন।
ছাড়পত্রপ্রাপ্তরা হলেন- পুলিশ সদস্য তাজউদ্দীন, রাসেল মিয়া, আনসার সদস্য এনামুল হক, রেজাউল আলম, শাহিনুর, জনতা ব্যাংকের কর্মকর্তা রাজন মিয়া, কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্দুল খালেক, ঢাকায় বেসরকারি সংস্থায় চাকরিরত রিপন মোহন্ত, এবং রংপুর নগরীর বাসিন্দা তাসফি।
এই নয়জন ব্যক্তির শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হবার কোনো উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট আসাতে সোমবার তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।
এনপি৭১