এনপিনিউজ৭১/নিজস্ব প্রতিবেদক/ ১৮ মার্চ রংপুর
রংপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ও সচেতনতা সৃষ্টিতে নগরীর কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ডে গত মঙ্গলবার দুপুরে পরিবহন স্টাফ ও যাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কালে পরিবহনের ড্রাইভার, সুপারভাইজার, হেলপার, কলার বয়, কাউন্টার ম্যানেজরসহ ঢাকাগামী কোচ যাত্রীরা উপস্থিত ছিলেন। পরিহন স্টাফ ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন রংপুর বিভাগীয় ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এমএ মজিদ। বিতরণ কালে জেলা মটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শাহরিয়ার কবির বিটুল, ঢাকা কোচষ্ট্যান্ডের সাধারণ সম্পাদক মধু মিয়া উপস্থিত ছিলেন।
বিতরণকালে রংপুর বিভাগীয় ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এমএ মজিদ বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সব সময় পরিস্কার ও হাত ধুতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। জ্বর, সর্দি কাশি ও বিদেশ ফেরত কেউ এলাকায় আসলে এবং তাদের মধ্যে অসুস্থ্যতা থাকলে নিকটবর্তী হাসপাতাল ও আইসিডিডিআর হটলাইনে বিষয়টি জানাতে হবে। সেই সাথে কামারপাড়া স্ট্যান্ডে যাত্রীদের হাত ধোয়ার জন্য সুবিধাজনকস্থানে হ্যান্ডওয়াশ বা সাবান পানি রাখার উপর জোড় দেয়া হয়। গাড়ি চালকসহ সকলকে এসময় নিরাপদে গাড়ি চলার পরামর্শ দেয়া হয়। পরে সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এনপি৭১/মেহি