ইমরোজ ইমু / রংপুর ১৯ জুলাই
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় রংপুরের সহযোগিতায়, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জানো প্রকল্পের “ভেল্যু চেইন স্ট্যাডি ফলাফল অবহিতরণ কর্মশালা” স্বাস্থ্যবিধী মেনে অনুষ্ঠিত হয়।
জানো প্রকল্প, কেয়ার বাংলাদেশের সিনিয়র টিম লিডার তানিয়া শারমিন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক ড. সরওয়ারুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ (ইআরপিপি) পরিচালক আমানুর রহমান এবং রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ রাইচ রিসার্চ ইনষ্টিটিউচের ষ্টেশন ইনচার্জ ড. এম.এ বাদশাহ্ ।
কর্মশালায় জানো প্রজেক্ট ম্যানেজার (ইএসডিও) মারুফ আহ্মেদ ও জানো কেয়ার বাংলাদেশ (এমএন্ডই) কো-অর্ডিনেটর মাহাদী হাসান জানো প্রকল্পর ভেল্যু চেইন স্ট্যাডির প্রাসঙ্গিতা সম্পর্কে আলোচনা করেন।
কর্মশালাটিতে জুমের মাধ্যমে ঢাকা হতে লাইটক্যাসেল পার্টনারস লিমিটেড এর প্রতিনিধিগণ ভেল্যু চেইন স্ট্যাডির ফলাফল উপস্থাপন করেন। ফলাফলে রংপুর জেলায় লালশাক, পুঁইশাক, পালংশাক, কলমীশাক, টমেটো, ঢেরশ, কলা, পেঁপে, মিষ্টিকুমড়া বসতভিটায় উৎপাদনের পরামর্শ প্রদান করেন।
এছাড়া স্বল্পমূল্যের স্যানিটারী ন্যাপকিন, ল্যাট্রিন, গবাদিপশুর কৃত্রিম প্রজননের জন্য কাজ করার পরামর্শ প্রদান করেন।
কর্মশালায় রংপুর হতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইচ রিসার্চ ইনষ্টিটিউটের প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) প্রতিনিধি, প্রাইম ফুড লিমিটেডের প্রতিনিধি, সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) প্রতিনিধি, সাংবাদিক, উপজেলা কৃষি অফিসার, কাউনিয়া, রংপুর, কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইএসডিও’র জানো প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় ঢাকা হতে জুমের মাধ্যমে অংশগ্রহণ করেন পরিচালক, ইআরপিপি, কেয়ার বাংলাদেশ, সিনিয়র টিম লিডার, এমএন্ডই কো-অর্ডিনেটর, জানো, কেয়ার বাংলাদেশ ও লাইটক্যাসেল পার্টনারস লিমিটেড এর প্রতিনিধিবৃন্দ।সভাটি সঞ্চালনা করেন জনাব মোঃ আবুল বাসার চৌধুরী, ফিল্ড অপারেশন এন্ড পার্টনারসীপ ম্যানেজার, জানো প্রকল্প, কেয়ার বাংলাদেশ।