এনপিনিউজ৭১/নিজেস্ব প্রতিবেদক/ ২৪ এপ্রিল রংপুর
রংপুরে গতকাল পাঁচ জনের করোনা শনাক্তের পর আজ নতুন করে আরও তিন জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত এই ৩ জন সোনালী ব্যাংক রংপুর বাজার শাখায় কর্মরত। এছাড়াও বিভাগের আরও দুই জেলায় নতুন করে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এতে রংপুরে ৩ জন, গাইবান্ধায় ২ এবং কুড়িগ্রাম জেলার ১ জনের করোনা সংক্রমণ বা কোভিড-১৯ পজেটিভ এসেছে। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুরুন্নবী লাইজু। তিনি জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে রংপুর বিভাগের আট জেলা থেকে সংগৃহীত ৯৪টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে তিন জেলার ৬ জনের নমুনায় করোনা আক্রান্তের পজেটিভ ফলাফল পাওয়া যায়।
আক্রান্তদের মধ্যে রংপুর নগরীর সোনালী ব্যাংক বাজার শাখার কর্মরত ৩ জন রয়েছেন। যাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও গাইবান্ধা জেলার পলাশাবাড়িতে ২৫ বছর বয়সী এক যুবক, গোবিন্দগঞ্জে ২৯ বছর বয়সী যুবক এবং কুড়িগ্রামের চিলমারীর ৩০ বছর বয়সী এক যুবকের করোনা শনাক্ত হয়েছেন।
রমেক অধ্যক্ষ জানান, গত ২ এপ্রিল বৃহস্পতিবার রমেকে পিসিআর মেশিন স্থাপন করা হয়। এরপর থেকে ২৪ এপ্রিল বিকেল চারটা পর্যন্ত ২০ ধাপে ২১৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আজকের দিন পর্যন্ত ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মাধ্যমে রংপুর বিভাগের আরও ৬ জনের করোনা শনাক্ত করা হয়।
আক্রান্তদের মধ্যে মধ্যে রংপুরে ১৮, গাইবান্ধায় ১৬, দিনাজপুরে ১৩, নীলফামারীতে ১০, ঠাকুরগাঁওয়ে ৮, কুড়িগ্রামে ৬, পঞ্চগড়ে ৩ এবং লালমনিরহাট জেলার ২ জন রয়েছেন। এদের মধ্যে গাইবান্ধার ৪ জনসহ রংপুর, ঠাকুরগাঁও এবং নীলফামারী জেলার ১ জন করে সুস্থ হয়েছেন।
এদিকে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানান, আজকের নতুন তিন জনসহ রংপুর জেলায় মোট ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে চিকিৎসা সেবা/স্বাস্থ্যখাতের সাথে জড়িত রয়েছে ৭ জন। বাকি আট জনের মধ্যে ৪ জন ব্যাংকে কর্মরত। এছাড়াও একজন শ্রমিক, দুই জন বৃদ্ধ, ও এক শিশু রয়েছে। এদের মধ্যে প্রথম করোনা শনাক্ত হওয়া রংপুর সদরের বৃদ্ধ ব্যক্তি বগুড়ায় চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়েছেন।
এনপি৭১/মেহি