নিজেস্ব প্রতিবেদক/ রংপুর ১৮ জুলাই
সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সরকারি নির্দেশনা মেনে রংপুর মহানগরীতে যাত্রা শুরু করল পি ড্রিম ফ্যাশন হাউস। শনিবার (১৮ জুলাই) নগরীর স্টেশন রোড ছালেক পাম্পের বিপরীতে পি ড্রিম ফ্যাশন হাউসটির ফিতা কেটে ও দোয়া মুনাজাত করে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সমাজসেবক পোপ্রাইটার আলমগীর হোসেন (আলম), বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন চান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ সফি, মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেনসহ অন্যান্ন অথিতিবৃন্দ উপস্থিত ছিলেন।
পোপ্রাইটার আলমগীর হোসেন (আলম)বলেন, দেশীয় কাপড়ের বাহারি পোশাকে সাজানো হয়েছে এ দোকান।
এখানে ছেলে-মেয়েদের পোশাক ছাড়াও ছোট-বড় সব বয়সিদেরসহ বিভিন্ন উন্নত মানের পোশাক পাওয়া যাবে। পি ড্রিম ফ্যাশন হাউস সরকারী নির্দেশনা মেনে প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এটি খোলা থাকবে।