নিজস্ব প্রতিবেদক, রেজোয়ান কবীর- রংপুর ১৬ সেপ্টেম্বর
পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রংপুর মহানগরীর সিটি বাজারে (মঙ্গলবার) জেলা প্রশাসন, রংপুর এর পক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে টিসিবির বিভিন্ন পণ্য বিক্রয়ের পয়েন্টে উপস্থিত থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম মনিটরিং করে।
মনিটরিংএ রংপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর প্রতিনিধি, জেলা মার্কেটিং কর্মকর্তা এবং মেট্রোপলিটন পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।