নিজেস্ব প্রতিবেদক/ রংপুর ৬ জুলাই
রংপুর নগরীর একটি হোটেলের সামনের পিলার হতে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেনপাড়া রোড প্রাথমিক বিদ্যালয়ের সামন পর্যন্ত ইন্টারনেট এর তার চুরি করে ৩ জুলাই ভোরে।
এ ঘটনায় আজ সোমবার সকালে মায়া সাইবার ওয়ার্ল্ড এর পক্ষ থেকে কোম্পানীর এজিএম বিশ্বজিত সরকার শিমুল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে এক যুবক কে আটক করে কোতয়ালী থানা রংপুর মেট্রোপলিটন থানা পুলিশ। আটককৃত যুবক হলো মুলাটোল আমতলা মন্দির এলাকার মৃত্য তোফাজ্জল হক এর ছেলে সুলতান ওরফে ডিস সুলতান।
এব্যাপারে মায়া সাইবার ওয়ার্ল্ড এর এজিএম বিশ্বজিত সরকার শিমুল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘদিন থেকে নগরীর বিভিন্ন এলাকায় সুলতান ডিস লাইনের অপ্টিক্যাল রিসিভার, অপ্টিক্যাল ফাইবার ক্যাবল রাতের আধাঁরে চুরি করে অন্যদের কাছে বিক্রি করে আসছিল।
ঘটনার ধারাবাহিকতায় গত ৩ জুলাই ভোর রাতে আনুমানিক ৫টার দিকে আহার হোটেলের সামনের পিলার থেকে শুরু করে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামন পর্যন্ত এই সুলতান আমাদের কোম্পানীর সকল ইন্টারনেট এর অপটিক্যাল চুরি করে নিয়ে যায় এবং তা আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাই এবং থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।
এব্যাপারে কোতয়ালী থানা মেট্রোপলিটন পুলিশ রংপুর অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, ঘটনাটি সত্য। এব্যাপারে ডিস সুলতান কে ফাইবারসহ আটক করা হয়েছে।আরো এর সাথে কারা জড়িত তাদের ব্যাপারে তদন্ত চলছে।