এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/ রংপুর ১০ ফেব্রুয়ারি ২০২০
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে রংপুর নগরীতে ফ্রি চিকিৎসা ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। আজ সোমবার দুপুরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজনে রংপুর কমিউনিটি পুলিশিং এর মানবতার বন্ধনের সহযোগিতা এবং ২২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ফ্রি চিকিৎসা ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আব্দুল আলীম মাহমুদ।
বাবুখাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু আহমেদ সিদ্দিক পারভেজ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, ২২নংওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজু, উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকিন ইবনে মিনাল, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিন, রংপুর মেট্রোপলিটন পুলিশিং কমিটির সদস্য সচিব গোলাম জাকারিয়া পিন্টু, রংপুর ডাচ-বাংলা ব্যাংক ব্যবস্থাপক অপূর্ব রায়, রংপুর জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ খোকন, মহুয়া ব্রেড এন্ড কনফেকশনারীর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব নুরুল হক মুন্না। এ সময় প্রায় ৫শতাধিক শিশু, গাইনি ও ডেন্টাল রোগিকে চিকিৎসা সেবা প্রদান এবং দুস্থ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এনপি৭১/মেহি