এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/ রংপুর ২১ জানুয়ারি ২০২০
‘বাংলার চোখ’ স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্দেগ্যে রয়ালটি মেগামলের চেয়াম্যান আলহাজ¦ তৌহিদ হোসেনের সহযোগীতায় মঙ্গলবার স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে সংগঠনের চেয়ারম্যান আলহাজ¦ তানবীর হোসেন আশরাফী’র সভাপতিত্বে দুলাল মিয়ার পরিচালনায় দুঃস্থ-অসহায়-গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কমিউনিটি পুলিশিং কমিটির রংপুর মহানগর সভাপতি ইদ্রিস আলী মটর সাইকেল পার্টস্ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি পাভেল চন্দ্র রায়, ক্রোকারিজ মার্কেট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এয়াজ আহম্মেদ পাপ্পু, রংপুর বেকারি মালিক সমিতির সভাপতি আলহাজ¦ নুরুল হক মুন্না, দৈনিক অর্জন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কন্ঠশিল্পী অন্তর রহমান, এশিয়া ব্যাটারী রংপুর প্রতিনিধি মাহবুবুর রহমান, গাউসিয়া কমিটির রংপুর মহানগর সাধারন সম্পাদক আলী আকবর বাদল, শ্রমিক নেতা লুৎফর রহমান, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নেতা সোহাগ রহমান, সুমি গ্রুপের হিসাব রক্ষক ফারহান হোসেন, সমাজ সেবক শরিফুল ইসলাম, সাবেদ আলী।
এছাড়াও বাংলার চোখ’ রংপুর মহনগর প্রতিনিধি ওমর ফারুক, সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম ইরান, বাংলার চোখ ডিমলা উপজেলা প্রতিনিধি নুর মোহাম্মদ, ১৭নং ওয়ার্ড প্রতিনিধি মামুনুর রশিদ ঊষা, ২৮নং ওয়ার্ড প্রতিনিধি আবুল কালাম আজাদ, ১২ নং ওয়ার্ড প্রতিনিধি সুজন মিয়া, বাংলার চোখ ক্ষুদে সদস্য মুন্তাসির মোহাম্মদ তানবীর প্রমুখ।
বক্তারা বলেন, হিমালয়ের পাদদেশে আমরা বসবাস করি তাই হারকাপানো শীতে আমাদের বসবাস করতে হয়। এই অঞ্চলে শীতার্ত-অসহায় মানুষের সংখ্যা অনেক বেশি। কোনো একক সংগঠনের প্রতি এই চাহিদা পূরণ করা সম্ভম নয়। তাই সকল বিত্তবান মানুষদের প্রতি আহ্বান অসহায়-শীতার্ত মানুষদের পাশে দাড়ানোর।
এসপি৭১/মেহি