এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/ ২৬ ই ফেব্রুয়ারী, রংপুর
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) রংপুর জেলা শাখার উদ্যোগে বুধবার সারাদেশের ন্যায় রংপুরের সরকারি প্রতিষ্ঠানের সকল কর্মচারীদের (১৩-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে রংপুর ডিসি অফিসের সামনে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন।
বুধবার (২৬শে ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন রংপুর বিভাগীয় অফিস, ডিসি অফিস, উপজেলা ও ভূমি অফিসের সকল কর্মচারীবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) রংপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী সরকার, অর্থ সম্পাদক ফারুখ ইসলাম, আবু সায়েম, বাকাসস কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা রোকসানা বেগম, বাকাসস জেলা কমিটির সদস্য মনোয়ারা বেগম, মাছুরা খায়রুন নাহার, লিনা পারভীন, আলফিস শাহারিয়া, রোকসান রহমান, রুনিরা বেগম, শামসুন নাহারসহ রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।
এনপি৭১/মেহি