রংপুর মহানগরীর পশ্চিম খাসবাগ এলাকার একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা টিসিবির বিপুল পরিমাণ পণ্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ সময় আব্দুল হালিম নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (গোয়েন্দা বিভাগ) উত্তম প্রসাদ পাঠক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে পশ্চিম খাসবাগ এলাকার মৃত্য মোতালেব এর ছেলে ব্যবসায়ী আব্দুল হালিমের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে ১০৪ কার্টুন পুষ্টি সয়াবিন তেল, ৫০ কেজি ওজনের ১৭ বস্তা চিনি, এক বস্তা ডাল ও ৩৭ কেজি খোলা সয়াবিন তেল জব্দ করা হয় এবং বাড়ির মালিক আব্দুল হালিম নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, ওই ব্যবসায়ী আজমল এবং আনোয়ার নামের টিসিবির দুজন ডিলার এর কাছে এই মালামাল গুলো ক্রয় করেছিল এবং তা খুচরা বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে করেছে।
এনপি৭১/মেহি