শরিফা বেগম শিউলী/ বিশেষ প্রতিবেদক/এনপিনিউজ৭১
বেশি মানুষকে অল্প দেয়ার চেয়ে কম মানুষকে বেশি দিয়ে তার কর্মস্থল তৈরি করে কর্ম সংস্থান তৈরি হলে পরে অপরকে সাহায্য করা যায়। এ রুপ চিন্তা ধারণাকে সামনে রেখে রংপুরে ব্যাক্তিগত উদ্যোগে ২০ জন লোকের মাঝে চারটি স্টেপে নগদ অর্থ বিতরণ করলেন জাতীয় দৈনিক বর্তমান কথার রংপুর জেলা প্রতিনিধি ও রংপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে রংপুর কেরানীপাড়া চৌরাস্তা মোড়স্থ বর্তমান কথা অফিস কার্যালয়ে এলাকার দুস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক বর্তমান কথার রংপুর জেলা প্রতিনিধি ও রংপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, রংপুর রিপোটার্স ইউনিটির কার্যকরী সদস্য জাকিরুল আলম জিকু, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, রিতুন, হাসান, মেরিয়ান, সাংবাদিক রবিনসহ প্রমূখ।
এ সময় শিমুল বলেন, আমি চেষ্টা করেছি অল্প সংখ্যক লোকের মাঝে বেশি পরিমান বরাদ্ধ দেয়ার, যাতে তারা রিকসা, ভ্যান, সেলাই মেশিন ইত্যাদি সামগ্রি কিনে নিজে পথ করতে গড়ে নিতে পারে, পরবর্তীতে কারো কাছে হাত পাতা না লাগে।