আব্দুল্লাহ আল আমিন/ রংপুর ৪ জুন
করোনা চলাকালে গত (এপ্রিল, মে ও জুন) ৩ মাসে নগরীর যে সকল বাসা-বাড়ী, শপিংমল-মার্কেটের দোকান মালিকেরা স্ব-স্ব ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যে সকল মালিকগণ ভাড়ার জন্য চাপ সৃষ্টি করে আসছেন সেই সকল মালিকদের মানবিক হওয়ার আহবান জানান ভাড়াটিয়া পরিষদ রংপুর মহানগর শাখার নেতৃবৃন্দ।
গত শুক্রবার সন্ধ্যায় নগরীর সেন্টাল রোডস্থ অস্থায়ী কার্যালয়ে ভাড়াটিয়া পরিষদ রংপুর মহানগর শাখার এক জরুরী আলোচনা সভা স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হয়। পরিষদ সভাপতি মফিজার রহমান চাঁদ এতে সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাড়াটিয়া পরিষদ রংপুর মহানগর শাখারসহ সভাপতি হামিদুল ইসলাম হামিদ, সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা, আব্দুল খালেক, সাধারন সম্পাদক ইব্রাহীম হক ব্যাপারী, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শামীম হাসান, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক লোকমান ফারুক, দপ্তর সম্পাদক সাংবাদিক এস এম লিটন, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসী জেসমিন, সালমা হোসেন, জাকিয়া আহসান লাকী, যুগ্ম প্রচার সম্পাদক আকতারুল জামান, যুগ্ম প্রচার সম্পাদক নাজনীন রহমান, যুগ্ম সমাজকল্যান সম্পাদক আনোয়ারা পারভীন রিক্তা, ফটো সাংবাদিক রেজাউল করিম জীবন, ইমরোজ ইমু প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে নগরীর বাসা-বাড়ী, সকল শপিংমল ও মার্কেটের ভাড়াটিয়া ও ব্যবসায়িদের মধ্যে থেকে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে আগামী ৭ দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট যোগাযোগ করার আহবান জানানো হয়।
এছাড়াও আগামী ১০ জুলাই ভাড়াটিয়াদের ভাড়া মৌকুফের দাবীতে রংপুর জেলা প্রশাসন বরাবরে স্বারকলিপি প্রদানেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।