হাসান আল সাকিব,রংপুর:
কারোনার ২য় ধাপে মানুষকে আরও সচেতন করে তুলতে ভ্যান ও রিক্সা চালকদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করেছে রংপুর জেলা ছাত্রলীগ।
বুধবার দুপুরে নগরীর জাহাজ কোম্পানী মোড়ে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ মাস্ক বিতরণ করেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সনি।
এসময় তিনি বলেন, কারোনায় প্রথম থেকেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশমত ছাত্রলীগ মাঠে আছে। আমরা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, নিত্ত্য প্রয়োজনীয় খাবার ও শীতবস্ত্র বিতরন করেছি এবং জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং ও লিফলেট বিতরন করেছি এবং শ্রমিক সংকট মোকাবেকায় কৃষকের ধান কেটে মাড়াই করে পৌঁছে দিয়েছি।