এনপিনিউজ৭১/ নিজেস্ব প্রতিবেদক/ ১২ মে
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ সাইফুল আলম নিরব ও সাধারন সম্পাদক মোঃ সুলতান সালাহউদ্দিন টুকু’র সার্বিক তত্বাবধানে এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর যুবদল সভাপতি এডভোকেট মাহফুজ উন নবী ডন এর দিকনির্দেশনায় অসহায় ৫০ টি পরিবারের মাঝে ৩ দিনের খাদ্যসামগ্রী বিতরন করেন রংপুর মহানগর যুবদলের প্রচার সম্পাদক রেজাউল ইসলাম রাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম, মহানগর যুবদলের সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নাসির, মহানগর যুবদলের অন্যতম সদস্য রাসেল, রিসাদ সহ প্রমুখ।
অসহায় পরিবারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরনকালে মহানগর যুবদলের প্রচার সম্পাদক সম্পাদক রেজাউল ইসলাম রাবু বলেন, রংপুর মহানগর যুবদল সভাপতি এডভোকেট মোঃ মাহফুজ উন নবী ডন দীর্ঘদিন থেকে অসুস্থতার কারনে ঢাকায় অবস্থান করায় ওনার দিকনির্দেশনা মোতাবেক ইতিপূর্বে মহানগর যুবদলের পক্ষ থেকে ৪৬০ টি পরিবারকে ৪ দিনের খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে এবং ১০৫ জন পরিবারকে ইফতারের ব্যবস্থা করা হয়েছে।
আজ আরো ৫০ টি সহায় পরিবারদের মাঝে ৩ দিনের খাদ্যসামগ্রী বিতরন করা হলো। দেশের এই সংকটময় মুহুর্তে অসহায় মানুষদের জন্য রংপুর মহানগর যুবদলের এই কর্মসূচী অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এনপি৭১