এনপিনিউজ৭১/ নিজেস্ব প্রতিবেদক/ ২৩ এপ্রিল রংপুর
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারন সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু’র সার্বিক তত্বাবধানে এবং রংপুর মহানগর যুবদল সভাপতি মাহফুজ উন নবী ডন এর পরামর্শে অসহায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করে রংপুর মহানগর যুবদল।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুন্নবী চৌধুরী মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহির আলম নয়ন, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ, মামুন পারভেজ সহ প্রমুখ।
এসময় মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহির আলম নয়ন বলেন, এর আগে আমরা ১৬০ জন পরিবারকে ৪ দিনের খাদ্যসামগ্রী বিতরন করেছি। আজ আরো ২০০ পরিবারকে ৪ দিনের খাদ্যসামগ্রী বিতরন করছি, আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে। আমাদের মহানগর যুবদলের সভাপতি এডভোকেট মাহফুজ উন নবী ডন অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থাকায় উপস্থিত হতে পারেননি, সকলে ওনার জন্য দোয়া করবেন।
এনপি৭১/মেহি