রংপুরের পীরগাছায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ২৫০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। এসময় তার পাঁচ সহযোগীকেও আটক করা হয়েছে।
জানা গেছে, ইজ্জত আলী নামের ওই এসআই কুড়িগ্রাম ডিবি পুলিশে কর্মরত আছেন।
পুলিশ সূত্র জানায়, সোমবার, ১৬ এপ্রিল রাতে পীরগাছার অন্নদা নগর এলাকায় ইয়াবা কেনাবেচার সময় সহযোগীসহ ওই এসআইকে আটক করে থানা পুলিশ।
জানা গেছে, অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামের প্রয়াত খলিলুর রহমানের ছেলে এসআই ইজ্জত আলী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।পীরগাছা থানার ওসি রেজাউল করিম এসআইসহ ছয়জনকে আটকের সত্যতা স্বীকার করেছেন।
tadalafil 20 mg
cost for generic albuterol
advair diskus 250/50
phenergan 25
buy tadalafil