Just IN :

রংপুরে শহীদ শেখ রাসেল শিশু-কিশোর উৎসব ২০১৯ অনুষ্ঠিত

রংপুরে শহীদ শেখ রাসেল শিশু-কিশোর উৎসব ২০১৯ অনুষ্ঠিত

রংপুরে শহীদ শেখ রাসেল শিশু-কিশোর উৎসব ২০১৯ অনুষ্ঠিত

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুর বিভাগে সমন্বয়ক কমিটির ব্যবস্থাপনায় রংপুর জিলা স্কুল মাঠে ৩১ অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে রংপুর বিভাগের প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম সুইট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাসিমুজ্জামান ববি সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত নাসির উদ্দিন সরকার প্রধান আলোচক এর পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক অনুষ্ঠানের স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ও শাহরুখ করিম অনিক। অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন স্কুল ও কলেজের এসএসসি ও জেএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট চিত্রাঙ্কন প্রতিযোগিতা বঙ্গবন্ধুর ৭ ই মার্চের বক্তব্যের উপর আমি মুজিব হবো’ উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এর উপরে পুরস্কার বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে বক্তারা শিশু-কিশোরদের মেধা বিকাশে বিভিন্ন শিক্ষামূলক বিষয়ক বস্তুর উপরে আলোচনা করে থাকেন আলোচনা সভা পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পরবর্তী অংশে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সরকারি সমন্বয়ক অন্তর রহমান সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী বাবু হীরামনি প্রিয়া মিতু সহ রংপুরের জনপ্রিয় শিল্পী বিন্দু সঙ্গীত পরিবেশন করেন দর্শকদের মনোরঞ্জন করে থাকেন। অনুষ্ঠানের সভাপতি সাইফুল ইসলাম সুইট এর সমাপনী বক্তব্যের মাধ্যমে শহীদ শেখ রাসেল শিশু-কিশোর উৎসবের সমাপ্তি টানা হয়।

Related Posts