এনপিনিউজ৭১/ স্টাফ রিপোর্টার/২১ ডিসেম্বর ২০১৯
ফিরে দেখা’র ৭ম বর্ষে পদার্পণ ও মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরে সপ্তাহব্যাপী ‘‘ফিরে দেখা সাহিত্য ও লোকসংস্কৃতি মেলা’’র উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সপ্তাহব্যাপী এই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শওকত আলী। ফিরে দেখা’র উপদেষ্টা রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ বাবু, দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব রমাহন, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, কবি ও লেখক প্রফেসর আতাহার আলী খান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফিরে দেখা সাহিত্য ও লোকসংস্কৃতি মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এএসএম হাবিবুর রহমান। উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্যরা মেলার স্টল পরিদর্শন করেন।
এনপি৭১/রণজিৎ দাস/মেহি