এনপিনিউজ৭১/নিজস্ব প্রতিবেদক/ ১৯ মার্চ রংপুর
করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ। দুপুরে নগরীর পায়রাচত্বরে এ কার্যক্রম শুরু করেন তিনি।এসময় পথচারী, যাত্রী এবং ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খবির লিটন ও জাহাঙ্গীর আলম সহ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
লিফলেট বিতরন কালে তিনি সাংবাদিক দেরকে বলেন, ইতিমধ্যে করোনা মহামারী আকার ধারন করেছে। কিন্তু আতঙ্কিত না হয়ে সতর্কতা ও নিয়ম মানলেই করোনা প্রতিরোধ সম্ভব। এজন্য তিনি হাতধোয়া, মাস্কব্যবহার সহ পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। এবং জনসচেতনতা বাড়াতে মিডিয়ার জোরালো ভূমিকা নেবার আহবান জানান তিনি।
এনপি৭১/মেহি