আফ্রিদা জাহিন/রংপুর ২৯শে জুন
সোমবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মৌসুমি ফল আম,আনারস,তাল,লটকন,লিচু বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন,বাংলার চোখের সদস্য দুলাল,অামরাই পাশের এডমিন আকাশ,কবির,রায়হান,ইমরান,রাইম,বৃষ্টি সহ অনেকে পরে গুরুপ উপদেষ্টা তানবীর হোসেন অাশরাফির রোগমুক্তির জন্য দোয়া করা হয়।
এসময় এডমিন আকাশ বলেন পথ শিশুরা ফল কিনি খেতে পারে না তাই তাদের জন্য আমাদের এই আয়োজন, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব এসব সুবিধা বঞ্চিত শিশুদের পাশে থাকা।