এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/ রংপুর ৬ ফেব্রুয়ারি ২০২০
মুজিব শতবর্ষ উপলক্ষে ও ২১ শে ফেব্রুয়ারীকে সামনে রেখে বৃহস্পতিবার রংপুর মহানগরীর দর্শনা সেবা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণী সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেবা কৃষি উন্নয়ন সমবায় সমিতির প্রধান উপদেষ্টা রায়হান আলী গোলাপ সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সমবায় ব্যাংক এর সভাপতি বাবু তুষার কান্তি মন্ডল।
এসময় আরও বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ (সনু), আলো সার্বিক গ্রাম সমিতি চেয়ারম্যান রফিকুল ইসলাম গোলাপ, সেবা সমবায় সমিতি লিঃ সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুজন, সেবা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ চেয়ারম্যান খালেকুজ্জামান সুমন প্রমুখ।
সকালে দর্শনা মোড়ে র্যালীর উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দর্শনা বি.এন স্কুল এন্ড কলেজে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্টিত হয়। রংপুর দর্শনা সেবা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফটো সাংবাদিক রনজিৎ দাসের হাতে গুণী সম্মাননা ক্রেষ্ট তুলে দিচ্ছেন প্রধান অতিথি সাধারণ সম্পাদক মহানগর আওয়ামীলীগ ও সমবায় ব্যাংক এর সভাপতি বাবু তুষার কান্তি মন্ডল।
এনপি৭১/মেহি