এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/ ৯ জানুয়ারী ২০২০
আগামী ১১ জানুয়ারি শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এ শিশুদের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল গ্রহণ শতভাগ নিশ্চিত করণের লক্ষে রংপুর সিটি কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।
বুধবার সন্ধ্যায় রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ রুমে রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে রংপুর পলিটেকনিক ইনস্টিটিটিউট রোভার স্কাউট গ্রুপের এবং রংপুর জেলা স্কাউটের বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের নিয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশন এর আওতায় রংপুর জেলার স্কাউট সদস্যরা এবার রংপুর সিটির ০৮টি ভ্রাম্যমান বুথ বসাবে। তা হলো: মেডিকেল মোড় বাসস্ট্যান্ড, টার্মিনাল বাসস্ট্যান্ড, বদরগঞ্জ বাসস্ট্যান্ড, মর্ডান মোড় বাসস্ট্যান্ড, কুড়িগ্রাম বাসস্ট্যান্ড, কামাড় পাড়া বাসস্ট্যান্ড, রংপুর রেলওয়ে স্টেশন ও সাতমাথা বাসস্ট্যান্ডে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের স্বেচ্ছাসেবী হিসেবে দ্বায়িত্ব পালন করবে।
এনপি৭১/মেহি