এনপিনিউজ৭১/ স্টাফ রিপোর্টার/ ১লা মার্চ রংপুর
বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি, এই শ্লোগান সামনে রেখে বর্ণাঢ্য র্যালী, আলোচনা ও বীমা মেলাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে সারাদেশের মতো রংপুরেও ১ম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
রোববার সকালে রংপুর জেলা প্রশাসন ও রংপুর জীবন বীমা কর্পোরেশন আয়োজনে ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যলায় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে অংশ নেন বাংলাদেশের ৪০ টি বীমা কোম্পানী।
র্যালী শেষে টাউনহলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাক জীবন বীমা কর্পোরেশন রংপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার সামসুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সৈয়দ এনামুল কবীর। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ জীবন বীমা কর্পোরেশন রংপুরের সভাপতি আবুল হাসেমসহ বিভিন্ন বীমা কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসক আসিব আহসান স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে দিনব্যাপী বীমা মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন বীমা সংস্থার ৩৬টি স্টল অংশ নেন।
এনপি৭১/মেহি