Just IN :

রংপুরে ২য় বারের ন্যায় শ্রেষ্ট করদাতার সম্মাননা পেলেন তৌহিদ হোসেন আশরাফী

রংপুরে ২য় বারের ন্যায় শ্রেষ্ট করদাতার সম্মাননা পেলেন তৌহিদ হোসেন আশরাফী

রংপুরে ২য় বারের ন্যায় শ্রেষ্ট করদাতার সম্মাননা পেলেন তৌহিদ হোসেন আশরাফী

আল আমীন সুমন

রংপুরে ২য় বারের ন্যায় শ্রেষ্ট করদাতার সম্মাননা পেলেন তৌহিদ হোসেন আশরাফী । আয়কর যত বেশি আদায় হবে, উন্নয়ন ততই গতিশীল হবে বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। তিনি বলেন, কর দিলে যেমন সম্মান মিলে। তেমনি করের টাকায় সরকার উন্নয়ন দ্রæত করতে পারে। সরকারের রাজস্ব বাড়ার অর্থ কর বেড়েছে। আমাদের সকলের উচিত, উন্নয়নের স্বার্থে নিয়মিত আয়কর প্রদান করা। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে কর অঞ্চল রংপুর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।

রসিকের প্যানেল মেয়র বলেন, রাজস্ব ফাঁকি দেয়া মানে নিজেদের সুন্দর আগামীকে দূরে ঠেলে দেয়া। আমাদের সবার দেয়া ভ্যাট ট্যাক্সে দেশের উন্নয়ন হচ্ছে। আগামী প্রজন্মের সামনে সুন্দর উন্নত বাংলাদেশ তুলে ধরতে করদাতার সসংখ্যা আরো বেশি হহওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আন্তর্জাতিক কর) মিজ্ আরিফা শাহানা, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর কমিশনার শওকত আলী সাদী, চেম্বার অব কমার্ম এন্ড ইন্ডাস্ট্রিজ রংপুর সভাপতি মোস্তফা সোহরাব টিটু, উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ রংপুর সভাপতি আনোয়ারা ফেরদৌসি পলি, অতিরিক্ত কর কমিশনার শেখ মনিরুজ্জামান, ট্যাকসেস বার এসোসিয়েশন রংপুর সভাপতি মাসুদ খান। এতে সভাপতিত্ব করেন রংপুর কর অঞ্চলের কর কমিশনার মো. আব্দুল লতিফ।

অতিথিরা বলেন, এক সময় মানুষ ভ্যাট ট্যাক্সের কথা শুনলে ভয় পেত। এখন দিন বদলের সাথে মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। দিন দিন সরকারের রাজস্ব বাড়লেও প্রত্যাশানুযায়ী দেশে করদাতার সংখ্যা বাড়েনি। আমাদের সবাইকে সামর্থ্যানুযায়ী কর দেয়ার অভ্যাস করতে হবে। বাকি রাখা খাজনা, মোটেও ভালো কাজ না।

অনুষ্ঠানে কর অঞ্চল রংপুরের আওতাধীন জেলার সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এবার বিভিন্ন ক্যাটাগরিতে ৫৬ জনকে সম্মাননা সনদ ও স্মারক তুলে দেন অতিথিরা। এদিকে বৃহস্পতিবার থেকে রংপুর জেলা পরিষদ মিলনায়তনে সপ্তাহব্যাপী কর মেলা শুরু হবে। রংপুরে শ্রেষ্ঠ করদাতার সম্মাননা পেলেন তৌহিদ হোসেন আশরাফী।
রংপুর জেলা কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তৌহিদ হোসেনকে শ্রেষ্ঠ করদাতার সনদ ও সম্মাননা তুলে দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদার্স ভট্টা চার্জ।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার ট্যাক্স মোঃআশরাফুল ইসলাম,রংপুর রেন্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মজিদ আলী , চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ রংপুর জেলার প্রেসিডেন্ট মোস্তাফা সোহরাব টিটু, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলহাজ্ব রেজাউল ইসলাম মিলন, প্রমুখ

Related Posts