এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার /১৫ এপ্রিল
রংপুরে শুরু হয়েছে কালবৈশাখীর ঝড়, সাথে শিলাবৃষ্টি।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার সকাল ৯ টা ৯ মিনিটে পুরো রংপুর অঞ্চলে শুরু হয়েছে দমকা হাওয়া সাথে শিলাবৃষ্টি।
ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
হঠাৎ এই কালবৈশাখীর ঝরে অন্ধকার নেমে এসেছে রংপুরে। মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।
ছবি– হিমা