এনপিনিউজ৭১/আল আমিন সুমন/ ২১ এপ্রিল রংপুর
রংপুরে ৮০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে ঝড় শুরু হয়। ওই অঞ্চলে ঝড়ের সাথে বৃষ্টিও হয়েছে।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সোয়া ১১টায় দমকা হাওয়া দিয়ে কালবৈশাখী শুরু হয়।যার ঘন্টায় গতিবেগ ৪৪ নটিক্যাল মাইল অর্থাৎ ৭৯ দশমিক দুই কিলোমিটার বেগ। সেই সাথে বৃষ্টিও হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, কালবৈশাখীতে রংপুর অঞ্চলের আমন, শাকসবজি ও ভুট্টার ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আবহাওয়া অফিস আরো জানিয়েছে, সেখানে বেলা ১২টা পর্যন্ত ১৭ দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত হয়।
এনপি৭১/মেহি