নিজেস্ব প্রতিবেদক, রংপুর ২০ আগস্ট
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়ন ও জাপার চেয়াম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির দলীয় কার্যক্রমকে আরো বেশি গতিশীল ও বেগবান করতে রংপুর জেলা জাতীয় ছাত্রসমাজের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টি অফিসে জেলা ছাত্রসমাজের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়।কর্মীসভায় জাতীয় ছাত্রসমাজের কার্যক্রম ও দলকে আরো বেশি সমৃদ্ধ করতে আলোচনা ও মতবিনিময় হয়।
কর্মী সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বড়, জাতীয় সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম ও ইমতিয়াজ আজিজ ড্যানি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফ আলী, জেলা কমিটির যুগ্ন-আহবায়ক আল আমিন সুমন, মুহিন সরকার, কাওসার হামিদ, রাকিব রিংকুসহ বিভিন্ন ওয়ার্ড ও কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজসহ বিভিন্ন ইউনিট নেতাকর্মী।
এসময় নেতৃবৃন্দরা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ স্যারের আদর্শ কে লালন করে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের এর হাত কে শক্তিশালী করতে কাজ করতে হবে। পল্লীবন্ধুর আদর্শ বাস্তবায়নের এখনি মোক্ষম সময়।দল্কে সমৃদ্ধ ও শক্তিশালী করতে জাতীয় ছাত্রসমাজের কমিটিতে ছাত্রসমাজের ক্যাম্পাসভিত্তিক রাজনীতিতে যুক্ত আদর্শিক ছাত্রদের সুযোগ দেয়ার বিকল্প কিছু নেই।