রেজওয়ান কবির//এনপিনিউজ৭১
রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার
গুচ্ছগ্রামে জেলা প্রশাসক আহসান হাবিব এর আগমন উপলক্ষে হেনা টাইলস এন্ড ফ্যাক্টরী এর পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করেন উক্ত ফ্যাক্টরীর পরিচালক সৌরভ আল কবির ও ফ্যাক্টরীর মার্কেটিং উপদেষ্টা হুমায়ুন কবির সুইট।এর পর রংপুরের জেলা প্রশাসক গুচ্ছগ্রাম পরিদর্শন করেন এবং সেখান কার মানুষের খোজ খবর নেন এবং তাদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।এ সময় উপস্থিত ছিলেন হারাগাছ পৌর মেয়র হাকিবুর রহমান (মাষ্টার)হেনা টাইলস এন্ড ফ্যাক্টরীর পরিচালক সৌরভ আল কবীর, মার্কেটিং উপদেষ্টা হুমায়ুন কবির সুইট সহ আরো অনেকে।
এই সময় কর্মহীন ও হতদরিদ্র কয়েকটি পরিবারের মাঝে ত্রান হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় তরুণ সমাজের প্রতিনিধি ও হেনা টাইলস এন্ড ফ্যাক্টরী এর পরিচালক সৌরভ আল কবীর বলেন, করোনার ভাইরাসের প্রাদুভার্বের পর গ্রামের খেটে খাওয়া অসহায় ও দুস্থ মানুষগুলো বিপাকে পড়েছে। তাই আমরা নিজেদের দায়বদ্ধতা থেকে এ সকল পরিবারকে কয়েক দিনের খাদ্য সহায়তার ব্যবস্থ্য করেছি।সকল মানুষ যদি এভাবে এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ায় তাহলে সমাজ আরো সুন্দর হয়ে উঠবে।এবং তিনি সব সময় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
জেলা প্রশাসক আহসান হাবিব বলেন গুচ্ছগ্রমের মানুষ জনের খোজ খবর কেউ রাখে না তাই আমি নিজস্ব দায়িত্ব বোধ থেকে তাদের খোজ খবর নিতে এসেছি এই সময় তিনি হেনা টাইলস এন্ড ফ্যাক্টরীর চেয়ারম্যানের আলহাজ্জ্ব আব্দুল হালিম (সুরুয)এর প্রশংসা করে বলেন যেভাবে ইনি করোনা ভাইরাস মহামারি তে এই মানুষ গুলোর পাশে দাড়িয়েছিল এবং এ পর্যন্ত এই সকল অসহায় মানুষের পাশে আছে সকল সুশীল ব্যাক্তিদের তিনি এভাবে পাশে দাঁড়ানোর জন্য আহব্বান জানান এবং যে কোন সমস্যায় তিনি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।