এনপিনিউজ৭১/ স্টাফ রিপোর্টার/ ১০ মার্চ রংপুর
রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ এর সাথে সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তাজহাট থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে তাজহাট থানা প্রেসক্লাবের আহবায়ক চঞ্চল মাহমুদ ও সদস্য সচিব হারুন উর রশিদ সোহেল এর নেতৃত্বে তাজহাট থানা প্রেসক্লাবের সদস্যরা তার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তারা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছাও জানান।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম,তাজহাট থানা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক হাসান ফেরদৌস রাসেল, আপেল মাহমুদ, সদস্য সুমন ইসলাম, আতাউর রহমান, সাকিব উদ্দিন, মাজহারুল আনোয়ার, জাহিদ হোসেন, খালিদ মোশারফ মামুনসহ তাজহাট থানা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এনপি৭১/মেহি