ডেস্ক রিপোর্ট, রংপুর ২৯ অক্টোবর
রংপুর নগরীর মুলাটোল থেকে ২০ পিচ ইয়াবাসহ বিদ্যুৎ গ্রেফতার
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর বিভিন্ন থানা পুলিশ পুলিশের বিভিন্ন অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২শত গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ ৩ জন আসামী গ্রেফতার করেন। বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তত্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর নগরীর ২০ নং ওয়ার্ড মুলাটোল আমতলা মোড়স্থ ফারহান ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট (যাহার অনুমান মূল্য-৬০০০/- টাকা) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে এক জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন গুরাতিপাড়া কবরস্থান রোড এলাকার রায়হান মিয়ার ছেলে বিদ্যুৎ মিয়া (২৫)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়।
এদিকে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের মিলনপাড়া গ্রামস্থ জনৈক স্বপন মিয়ার বসত বাড়ির আঙ্গিনা থেকে ২শত (দুইশত) গ্রাম মাদকদ্রব্য শুকনা গাঁজা পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্য নিজ দখলে রাখার ২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন, নগরীর ধর্মদাস মিলনপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে স্বপন মিয়া (৪০) ওগোলসেনুর বেগম (৩৫) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়। খবর বিজ্ঞপ্তি