এনপিনিউজ৭১/ নিজেস্ব প্রতিবেদক/ ২৩ এপ্রিল রংপুর
রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মান শ্রমিকের ত্রাণ বিতরন রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার দেওয়া ত্রাণ ও অঙ্গ সংগঠনের উদোগে ২০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা হতে রংপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ শুরু করা হয় ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ইসমাইল হোসেন , সিনিয়র সহ সভাপতি আবদুর সালাম ,সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দীন কাজল,সাংগঠিক সম্পাদক মোঃ আরমান হোসেন, অর্থবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সমাজ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং অনান্য গন্যমান্য ব্যক্তিগন।
নেতাকর্মীরা নিদিষ্ট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। করোনা সঙ্কটের সময় সভাপতি মোঃইসমাইল হোসেন এর নেতৃত্বে ত্রাণ পেয়ে অসহায় ও কর্মহীন পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে গরীব ও অসহায় পরিবারের মাঝে সঠিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করায় সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন