আল আমিন সুমন, রংপুর ৩১ আগস্ট
টিম ওয়ার্কের মাধ্যমে রংপুর মহানগরীর দৃশ্য পরিবর্তন করাই হলো আমাদের মূল উদ্দেশ্য। যে সকল উন্নয়ন কাজ চলমান রয়েছে, তা যদি আগামী ৬ মাসের মধ্যে শেষ করতে পারি, তা হলে রংপুরের দৃশ্যপটটা কিছুটা পরিবর্তন হবে।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সোমবার দুপুরে নগর ভবনের সভা কক্ষে মাসিক সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী আজম আলী, প্যানেল মেয়র সামসুল হক, মাহামুদুর রহমান টিটু, তৌহিদুল ইসলাম, মাহাবুবুর রহমান মঞ্জু, সেকেন্দার আলী, হারাধন রায়, ফজলে এলাহী ফুলু, হারুন-অর-রশিদ হারুন, মোখলেছুর রহমান তরু, আমিনুর রহমান, মুনতাসির শামিম লাইকো, নজরুল ইসলাম দেওয়ানী, আবুল কালাম আজাদ, লাইকুর রহমান নাজু, জয়নুল আবেদিন, রবিউল আবেদিন রতন, রহমতুল্লা বাবলা, মীর জামাল উদ্দিন, মালেক নিয়াজ আরজু, মুক্তার হোসেন, নুরুন্নবী ফুলু, ফেরদৌসী বেগম,হাসনা বানু, ফেরদৌসী বেগম, নাছিমা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা নাঈম উল হক ও প্রধান হিসেব রক্ষক কর্মকর্তা হাবিবুর রহমান প্রমূখ।