এনপিনিউজ৭১/নিজস্ব প্রতিবেদক/ ১৪ মার্চ রংপুর
রংপুর মহানগর বিএনপি’র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আশিকুর রহমান সোনা ভাইয়ের অকাল মৃত্যুে মহানগর কৃষক দলের শোক।
মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেন কৃষকদল রংপুর মহানগর আহবায়ক শাহ্ নেওয়াজ লাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহবায়ক ইকবাল ইমাম শাহিন, আলহাজ্ব মোবারক আলী, দিল মেরাজুল দুলু, মোঃ মাহ্ মুদুল হাসান, আতাউর রহমান, রবিউল মাষ্টার, হারুন আর রশিদ, শরিফুল ইসলাম শরীফ, সদস্য- আব্দুস সালাম (সচিব সালাম), ইসরাফিল চানঁ , আখেরুজ্জামান মানু, রায়হান, গোলাম রব্বানী, আনারুল ইসলাম, মোকলেছুর রহমান, নয়ন, নুর ইসলামসহ নেতৃবৃন্দরা।
এনপি৭১/মেহি