আসুন গাছ লাগাই,পরিবেশ বাচাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৬ নভেম্বর ২০১৯খ্রিঃ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুরে এক হাজার শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার রংপুর।
এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, রংপুর এবং জনাব প্রফেসর ড.কে এম জালাল উদ্দীন আকবর, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর।
এসময় প্রধান অথিতি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রংপুরকে একটি সবুজ শ্যামল নগর গড়ে তোলার জন্য সবার সহোযোগিতা চান। এরপর প্রধান অতিথি শিক্ষার্থীদের জন্য মৌসুমী ফল আম, জাম, জামরুল, কদবেল, আতা, কাঁঠাল, নারকেল, তাল, তরমুজ, আমড়া, কামরাঙ্গা, বেল, পেয়ারা, কলাসহ হরেক রকম ফলের বৃক্ষচারা বিতরণ করেন।