রংপুর সরকারী কলেজের মেধাবী ছাত্র আসাদুজ্জামান টিটু ও ডেল্টা কম্পিউটার সাইন্সে কলেজ রংপুর মেধাবী ছাত্র গোলাম মোস্তফাকে সদস্য সচিব নির্বাচিত করে জাতীয় ছাত্র সমাজ রংপুর সদর উপজেলা শাখার ৩১ সদস্য কার্যনির্বাহী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি জাতীয় ছাত্র সমাজের জেলা শাখার আহ্বায়ক আশরাফুল হক জবা ও সদস্য সচিব আশিকুজ্জামান আসলাম এ কমিটির অনুমোদন দিয়েছেন।আহ্বায়ক আসাদুজ্জামান টিটু,যুগ্ন আহ্বায়ক মতিন মিয়া,মতিউর রহমান মিলন,মেহেদি হাসান,তাসিন আহম্মেদ,শ্রী নিখিল ও কার্যনির্বাহী সদস্য,মিস্টার মেহেদী,ইমরান,ছুট্টু,মানিক,মামুনুর ইসলাম,জিসান।