এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/ ৫ মার্চ রংপুর
রংপুর সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ৪জন কর্মকর্তা ও কর্মচারীকে বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের হলরুমে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ রাশেদুল হক, তত্ত¡াবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন,মেয়র মহদয়ের একান্ত সচিব কাজী জাহিদ হাসান লুসিড, হিসেব রক্ষক কর্মকর্তা হাবিবুর রহমান, সাধারণ শাখা প্রধান নাঈমসহ অন্যান্য কর্মকর্তা ওকর্মচারীবৃন্দ।
এ সময় রংপুর সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সি ইন্সপেক্টর মোঃ আইয়ুব আলী, পাম্প চালক আবুল কালাম আজাদ, বিল কেলার্ক আব্দুল মাজেদ ও গার্ড আলতাব হোসেনকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।
এনপি৭১/মেহি