বিশেষ প্রতিনিধি, রংপুর:
রংপুরের হারাগাছে অবৈধ দুটি কয়েল ফ্যাক্টরী দীর্ঘদিন যাবত সরকারের রাজস্ব ফাকি দিয়ে কয়েল বাজারজাত করে আসছেন। সোমবার আনুমানিক সময় দুপুর ২.৩০ মিনিটে অভিযান চালান ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা, র্যাব-১৩ ও বিএসটিআই।
জানা গেছে বিএসটিআই এর অনুমোদন না থাকা সত্বেহ তারা কয়েলের প্যাকেট বিএসটিআই এর লোগো লাগিয়ে কয়েল বাজারজাত করে আসছিল। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে অভিযান চালায়। অভিযান চালাকালীন অবস্থায় নিশাত কয়েল ফ্যাক্টরী ও কাজল কয়েল ফ্যাক্টরী কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাহিলে তারা দেখাতে ব্যর্থ হন। সেই কারনে কাজল কয়েল ফ্যাক্টরী ৮০ হাজার ও নিশাত কয়েল ফ্যাক্টরীকে ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র করার দ্রুত আহ্বান জানান।
ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা ও র্যাব রংপুর-১৩ এর কোম্পানী কমান্ডার জনাব হাফিজুর রহমান ও বিএসটিআই এর ইন্সপেক্টর ইবাদত সহ রংপুর সিটিডিএসবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।