নিজেস্ব প্রতিবেদক/ রংপুর ১০ জুন
রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ২৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
নতুন আক্রান্তদের মধ্যেে রংপুর জেলার কাউনিয়ায় তিনজন, তারাগঞ্জে দুইজন, বদরগঞ্জ ও পীরগাছা উপজেলার একজন করে এবং জেলা ও মহানগর পুলিশের দুইজনসহ নগরীর শাপলা চত্বর, সাতগাড়া মিস্ত্রিপাড়া, কামারপাড়া, বড় মুকুটপুর, পূর্ব খাসবাগ এবং রমেকের আরটিআই কর্ণারের একজন নার্স রয়েছেন।
এছাড়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে চার ও সদরে একজন, কুড়িগ্রাম সদরের এক ও ফুলবাড়ি উপজেলার একজন এবং লালমনিরহাটের হাতিবান্ধায় একজন রয়েছেন।
বুধবার (১০ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ১৫ জন, গাইবান্ধায় ৫ জন, কুড়িগ্রামের ২ জন ও লালমনিরহাটের ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।
এনপি৭১