নিজেস্ব প্রতিবেদক / রংপুর ৮ জুলাই
রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুলিশ, নার্স, স্বাস্থ্যকর্মী ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।
রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে পুলিশ ট্রেনিং সেন্টারের এক পুলিশ (৫০), পুলিশ লাইন স্কুলের এক পুলিশ সদস্য (৩৮), রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৩৬), অপর পুলিশ সদস্য (২৩), অপর পুলিশ সদস্য (৪২), অপর পুলিশ সদস্য (৪২), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লালমনিরহাট পাটগ্রামের এক যুবক (২৭), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্ণারের এক নার্স (৫০), এক চতুর্থ শ্রেণির কর্মচারী (৫০), অপর নার্স (৪৮), চকবাজারের এক নারী (৩৪), নগরীর চব্বিশ হাজারীর এক পুরুষ (৫১), বনানীপাড়ার এক নারী (৫৫), অপর নারী (৫০), নিউ ইঞ্জিনিয়ারপাড়ার এক পুরুষ (৫৫), ধাপ শিমুলবাগের এক পুরুষ (৩২) আরসিসি মোড় এলাকার এক নারী (৪০), শালবনের এক নারী (৩৫), পান্ডারদিঘীর এক পুরুষ (৩৮), পশ্চিম খাসবাগের এক পুরুষ (৩১), ধাপ লালকুঠির এক যুবতী (১৮), পীরগঞ্জের এক যুবক (২৮), এক পুরুষ (৩২), মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স (২৬), মিঠাপুকুর চ্যাংমারীর এক যুবক (২৫), বদরগঞ্জ রামনাথপুরের এক বৃদ্ধ (৭৫), বালুয়াভাটার এক পুরুষ (৫৭), চাঁদকুঠির এক নারী (৪০) রয়েছেন।
এছাড়া কুড়িগ্রাম সদর সবুজপাড়ার এক নারী (৫৮), কুড়িগ্রাম নাগেশ্বরীর এক শিশু (৮), এক পুরুষ (৩৭), এক নারী (৩২), উলিপুরের এক পুরুষ (৪৮), এক নারী (৫৫), লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন লালমনিরহাট সদর সাপটানা বাজারের এক নারী (৩৫), এক কিশোরী (১৭), হাতিবান্ধার এক পুরুষ (৩৪), গাইবান্ধা পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ল্যাব টেকনিশিয়ান (৫৪), গাইবান্ধার সাঘাটার এক নারী (৪৫) ও অপর এক নারী (৪০) করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ২৬ জন, কুড়িগ্রামে ৬, লালমনিরহাটে ৪ এবংগাইবান্ধা জেলার ৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।
রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৬২ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৭৮৪ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে ৩৫৯ জন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে রংপুর ডেডিকেটেক করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন সুভাস চন্দ্র সাহা (৭০) নামে এক রোগীর আজ মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ বন্দরের বাসিন্দা। এনিয়ে জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।