স্টাফ রিপোর্টার
রংপুর নগরীর সোটাপীর মাজার হতে খটখটিয়া বাজার পর্যন্ত ও খটখটিয়া রোড হতে ফুল আমের মোড় হতে শ্যামলার বাজার ঘেঁষে ময়না কুটি হয়ে কুকরুল, নিউ জুম্মাপাড়া পর্যন্ত রাস্তায় রবিবার সন্ধ্যায় ফুল আম তলা মোড়ে সড়ক বাতি স্থাপনের শুভ উদ্বোধন করেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধন রায় হারা,৮ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ মানিক,৭ নং ওয়ার্ড কাউন্সিলর
মাহফুজুর রহমান মাফু,
সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিলকিছ বেগম ও সুইটি বেগম,মোঃ লোকমান হোসেন সহ অনেকে। এসব সড়কে ৩৩৭ টি বাতি ৩৩৭ পোল এসব বাতি নিয়ন্ত্রনের জন্য ৫ টি কন্ট্রোল সুইস করা হয়।
এসময় রসিক মেয়র বলেন জনগণ আমাকে যে আশা করে নির্বাচিত করে নগর ভবনে পাঠিয়েছে তা শতভাগ পালন করার চেষ্টা করছি। আগামী অল্পদিনে মাঝে দৃশ্যমান সকল কাজ উন্মমোচন হবে।