এনপিনিউজ৭১/ নিজেস্ব প্রতিবেদক/ ২৩ এপ্রিল রংপুর
বিশ্বব্যাপি করোনা পরিস্থিতিতে লাগাতর লকডাউনের কারনে রংপুরে রসিক মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার ২য় দিনের মতো জাপার অসহায় ও নগরীর বিভিন্ন ওয়ার্ডের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় নগরীর গুলালবুধাই,চিলমন,নিউজুম্মাপাড়া, গুপ্তপাড়া সহ ১১ টি ওয়ার্ডে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাপার যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, রসিক মেয়র এর একান্ত ব্যক্তিগত সহকারী জাহিদ হোসেন লুসিড, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ফারুখ মন্ডল ছাত্রনেতা ইন্জিঃ সুমন সহ অনেকে।
বিতরণ কালে লোকমান হোসেন বলেন, দেশের ক্রান্তিলগ্নে একজন জনপ্রতিনিধি ও মাটি ও গণমানুষের নেতা হিসাবে মোস্তাফিজার রহমান যে ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সত্যি রংপুরের অতিত ইতিহাসে এমন ভাবে কেউ পাশে থাকেনি। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পর একজন জনপ্রিয় নেতা হিসাবে তিনি পরিচিত। একজন সাধারন মোস্তফার এমন কর্মকান্ড নগরবাসীকে উজ্জীবিত করেছে বলে অনেকেই ধারণা করছেন।
এনপি৭১/মেহি