এনপিনিউজ৭১/ সাব্বির আহমেদ/ ৮ মে
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এক যুবতী কর্তৃক সেলো মেশিনচালিত ট্রলি ড্রাইভারকে অন্ডোকোষ চেপে ধরে হত্যা করার অভিযোগ ওঠেছে ।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার পদমপুর শালবাড়ী গ্রামে। প্রত্যক্ষ এলাকাবাসীরা জানান,ওই এলাকার মোজাম্মেল হোসের এর কলেজ পড়–য়া মেয়ে জবেদা বেগম (২০) তার বাড়ির সামনে পাশ্বের বাড়ির বৃদ্ধা সুফিয়া বেগম(৮০) কে রাস্তায় মারধর করছে।ওই সময় সকাল ৬ টায় ফজরের নামাজ শেষে একই এলাকার আজগর আলীর ছেলে আব্দুল লতিব(৪৫) বৃদ্ধাকে বাঁচাতে গেলে ওই ছাত্রী বৃদ্ধা সুফিয়া বেগমকে ছেড়ে আব্দুল লতিবের দিকে তেড়ে এসে অন্ডকোষ চেপে ধরলে আব্দুল লতিব জিহ্বা বের করে ঘটনা স্থলে মৃত্যু বরন করেন।
জানা যায়,মৃত্যু আব্দুল লতিব সেলো মেশিনচালিত এর ট্রলি দিয়ে উপার্জন করে স্ত্রীসহ দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে সংসার চালাতেন। এতে এতিম হলো চার সন্তান।
রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান মুঠোফোনে ঘটনাটি নিশ্চিত করেন বলেন,জবেদা নামে একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একজনকে আসামী করে একটি হত্যা মামলা হয়েছে ।
এনপি৭১/রাণীশংকৈল