এনপিনিউজ৭১/ডেস্ক রিপোর্ট/ ৮ ডিসেম্বর ২০১৯
লড়াইটা দারুণ জমিয়ে তুলেছিল শ্রীলঙ্কা নারী দল। শেষ ওভারে দরকার ছিল মাত্র সাত রান। কিন্তু এই ওভারে বোলিংয়ে এসে অসাধারণ পারফরম্যান্সে এসএ গেমসের টি-টোয়েন্টি ক্রিকেটের নারী ইভেন্টে বাংলাদেশ স্বর্ণ এনে দিলেন জাহানারা আলম।
পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে রবিবার স্বর্ণ জয়ের লড়াইয়ে শ্রীলঙ্কাকে ২ রানে হারায় বাংলাদেশ নারী দল। জয়ের জন্য ৯১ রানের লক্ষ্যে ৯ উইকেটে ৮৯ রান করতে পারে লঙ্কান নারীরা।
জয়ের জন্য শেষ ওভারে লঙ্কা দলের দরকার ছিল ৭ রান। হাতে ছিল তিন উইকেট। কিন্তু জাহানারা আলমের বোলিংয়ের সামনে মাত্র পাঁচ করতে পারে তারা, হারিয়ে ফেলে আরও দুই উইকেট। তাতে রোমাঞ্চকর এক জয়ের আনন্দে মাতে বাংলাদেশ।
শ্রীলঙ্কা দলের ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক হর্ষিতা মাধবী (৩২), লিহিনি আপসারা (২৫) ও সান্দামিনি (১০) ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি।
এর আগে নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেটে ৯১ রান করে সালমা খাতুনের দল। অপরাজিত থেকে সর্বোচ্চ ২৯ রান করেছিলেন নিগার সুলতানা। ১৫ রান করে করেন সানজিদা রহমান ও ফাহমিদা খাতুন। ১৪ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন।
সূত্র: সারা বাংলা