টিপু, রংপুর ২৪ সেপ্টেম্বর
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রংপুর সিটি কর্পোরেশন বাস্তবায়িত এবং লাইট হাউস পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের নগর স্বাস্থ্য কেন্দ্র- ১ রংপুরের সভাকক্ষে ওয়ার্ড আরবান হেলথ কোঅর্ডিনেশন কমিটি সভা অনুষ্ঠিত হয়। স
এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনে ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর রহমতুল্লাহ বাবলা, ফরিদা কালাম, কাউন্সিলর (মহিলা), ওয়ার্ড নং ২৮,২৯,৩০ ও রসিকের প্যানেল মেয়রসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুর রহিম সুমন।
সভায় অন্যন্য সদস্যরা উপস্থিত হয়ে কমিটির সক্রিয় অংশগ্রহন করে প্রকল্পের কার্যক্রম আরোও বেগবান করার লক্ষ্যে সকল সদস্যগণ পরামর্শ এবং মতামত প্রকাশ করেন।
সভাটি পরিচালনা করেন ডাঃ সাফা তাহসিন, সেন্টার ম্যানেজার, নগর স্বাস্থ্য কেন্দ্র-০১, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প- ২য় পর্যায়, লাইট হাউস, রংপুর।