এনপিনিউজ৭১/ স্টাফ রিপোর্টার/ ১৮ডিসেম্বর ২০১৯
শতবর্ষ বৃদ্ধা নছিমন বেওয়া মৃত্যু হয়েছে। বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহীওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যু কালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।
বিরোধী দলীয় চীফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এক শোক বিবৃতিতে জানান, নছিমন বেওয়ার মৃত্যু আমাকে মর্মাহত করেন, আমি তার আমৃত্যু দায়িত্ব নিয়েছিলাম, চেয়েছিলাম তিনি যেন হাজার বছর বেঁচে থাকেন, আর আমি যেন তার দায়িত্ব সর্বদা পালন করতে পারি। তার মৃত্যুতে মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করছি।
উল্লেখ্য নছিমন বেওয়া দুই ছেলে থাকার পরেও টয়লেটে বসবাস করতো, আমরাই পাশে, রংপুর ফেসবুক গ্রুপের মাধ্যমে আমৃত্যু দায়িত্ব নিয়েছিলেন তিনি।
এনপি৭১/মেহি