নিজেস্ব প্রতিবেদক, রংপুর ১ আগস্ট
শেখ হাসিনার হাতটি ধরে” পথের শিশু যাবে ঘরে” এই স্লোগান সামনে রেখে রংপুরে শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ব্যাবহার্য বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার বিকালে রংপুরের টার্মিনাল বড়বাড়ি রোডস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্রে সমাজ সেবা অধিদপ্তরের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের ২০১৮ জিআর বরাদ্দ থেকে দেওয়া শিশুদের নতুন কাপর সহ ব্যাবহার্য বিভিন্ন সামগ্রী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবির।
অনুষ্ঠানে রংপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক ও শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্র রংপুর এর উপ প্রকল্প পরিচালক মুহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল মতিন।
এ সময় শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্রের সকল শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।